
সুমন্ত দাশগুপ্তঃ দিল্লি বিমান বন্দর থেকে গ্রেফতার আশনির গ্রোভার ও স্ত্রী মাধুরী জৈন গ্রোভার। পেমেন্ট ফার্ম BharatPe-তে জালিয়াতির মামলায় প্রধান অভিযুক্ত গ্রোভার দম্পতি। অর্থনৈতিক অপরাধ শাখা পক্ষ থেকে দায়ের করা একটি স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিরা নিয়োগের কাজের জন্য কমিশন প্রদানের নাম করে BharatPe-এর অ্যাকাউন্ট থেকে অনেক টাকা সরানোর কাজ করেছে আশনি এবং মাধুরী। এই কাজের জন্য তাঁরা ব্যাকডেটেড ইনভয়েস অর্থাৎ ভুয়ো বিল ব্যবহার করেছে। অর্থনৈতিক অপরাধ শাখা তাঁদের গ্রেফতার করেছে।