
নিজেস্ব প্রতিনিধিঃ তেলেগু টিভি মিউজিক চ্যানেলের অ্যাঙ্কার প্রণবের উপস্থাপনা দেখে প্রেমে পরেন, বছর ৩১ এর ত্রিশা। এরপর সমাজ মাধ্যমে প্রণবের প্রোফাইল থেকে ফোন নম্বর নম্বর খুঁজে বের করেন তিনি। কিন্তু প্রণবের কাছে খুব একটা পাত্তা পায়নি ত্রিশা। তার নম্বর ব্লক করে দিয়েছিলেন টিভি অ্যাঙ্কার প্রণব। আর তার পরেই নিজের ভালোবাসা পেতে গত ১১ ফেব্রুয়ারি ত্রিশা ভাড়াটে লোক দিয়ে প্রণবকে অপহরণ করে।
বিয়ে করার জন্য চাপ দেওয়া শুরু হয়। কিন্তু রাজি না হওয়ায়, টিভি অ্যাঙ্কারকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই প্রাণের ভয়ে বিয়েতে সম্মতি জানান। বিয়ের দিনক্ষণ ঠিক কারার পর ত্রিশা তাঁকে ছেড়ে দেন। ছাড়া পেয়েই হায়দাবাদের উৎপল থানায় ত্রিশার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রণব। ঘটনাটি তেলেঙ্গানার হায়দরাবাদে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।