
ওঙ্কার ডেস্ক : ১৮ই ফেব্রুয়ারির স্মরণে মঙ্গলবার বিকেলে বিবেক ম্যারাথন আয়োজন করল বজবজ বিবেক সংহতি। প্রায় ৩০০ শিশু –কিশোর স্বামীজীর পদধূলি পূণ্য স্থান বজবজ পুরাতন স্টেশন থেকে বজবজ নতুন স্টেশন পর্যন্ত প্রতীকী ম্যারথানে অংশগ্রহণ করে।
স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মমহাসভায় বক্তব্য রেখে ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি, বিশ্ববিজয় করে বাংলার বজবজের মাটিতে পদার্পণ করেছিলেন। মাদ্রাজ থেকে মোম্বাসা জাহাজে করে প্রায় ২০ জন দেশি-বিদেশি সন্ন্যাসী-সন্ন্যাসীনিদের সঙ্গে নিয়ে স্বামী বিবেকান্দ নামেন বজবজের মাটিতে। ১৮ই ফেব্রুয়ারি বিকেলে কোনও অজানা কারণে স্বামীজির জাহাজটি বজবজের জেটিতে থমকে যায়। সারারাত সেই জাহাজে কাটিয়ে পরদিন ১৯ ফেব্রুয়ারি সূর্য উঠার পরই তৎকালীন বজবজ স্টেশনে আসেন। সেখানে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে ট্রেনে চেপে রওনা দেন শিয়ালদহের উদ্দেশ্যে। তারপর শিয়ালদহে প্রায় ২০ হাজার ভক্তের কাঁধে চেপে পৌঁছে ছিলেন আলমবাজার মঠে। সেই স্মরণে এদিন ১৯ ফেব্রুয়ারি বুধবার বেলুড় মঠ ও পূর্ব রেলের সহযোগিতায় বিবেকানন্দ স্পেশাল ট্রেন আসবে বজবজ থেকে শিয়ালদহে।
তৎকালীন বজবজ স্টেশন এখন ইয়ার্ড মাস্টারের অফিসে পরিণত হয়েছে। ঐ জায়গাটি এখন পুরাতন স্টেশন নামে খ্যাত। ঝোপ-ঝাড়-জঙ্গলে কোনক্রমে টিকে রয়েছে স্বামীজির পদধূলি ধন্য ওই অফিস ও প্ল্যাটফর্ম। স্বামীজি স্টেশনের যে কাঠের চেয়ারটিতে বসেছিলেন সেটি পূর্ব রেলের মিউজিয়ামে সংরক্ষিত করেছেন পূর্বতন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়ার্ড মাস্টারের অফিসে স্বামীজি বিশ্রাম নেওয়ার জায়গাটি বেসরকারি উদ্যোগে স্বামীজির প্রতিকৃতি বসানো হয়েছে। বর্তমান স্টেশন কোমাগাতামারু বজবজ নামে প্রায় দুই কিলোমিটার আগে স্থান পেয়েছে।
যদিও বজবজে স্বামীজির ঐতিহাসিক এই পদার্পণ সেভাবে কেউ জানতই না। সকলেই জানতেন স্বামীজি খিদিরপুর নেমেছিলেন। কিন্তু আটের দশক স্থানীয় ইতিহাসবিদ ও বজবজ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত গণেশ ঘোষ নানা তথ্য ঘেঁটে প্রমাণ করেন স্বামীজি চিকাগো ধর্মমহাসভা থেকে বাংলার মাটিতে ফিরেছিলেন বজবজের মাটিতে পা দিয়ে। অবশেষে বেলুড়মঠ সেই তথ্যকে স্বীকৃতি দেয়। ১৯৮৬ সাল থেকে বজবজ স্টেশনে স্বামীজির ঘরের ফেরার দিন স্মরণে বিশেষ ট্রেন যাত্রার সূচনা হয়। সেই থেকে প্রতিবছর ১৯ ফেব্রুয়ারি পূর্বরেলের তরফে বিশেষ ট্রেন দেওয়া হয়। সেই ট্রেন সাজিয়ে স্বামীজির প্রতিকৃতি নিয়ে রওনা দেয় শিয়ালদহের উদ্দেশে। স্বামীজি স্পেশাল ট্রেনটির ছাড়ার আগে বজবজ স্টেশনে পুরসভা ও স্বামীজি স্মারক কমিটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠান আজও হয়ে আসছে। ১৮ই ফেব্রুয়ারি স্বামীজির জাহাজ থমকে গিয়েছিল। তাই সেই দিনটির স্মরণে বিগত কয়েকবছর ধরে বিবেক সংহতির উদ্যোগে আয়োজিত ‘বিবেক ম্যারাথন’। প্রায় ৩০০ শিশু-কিশোর, তরুণ-তরুণী এই ম্যারাথনে অংশগ্রহণ করে।