
স্পোর্টস ডেস্ক: শনিবার আলিপুরের ধনধান্যতে হয়ে গেলো সিএবির বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। জীবনস্বীকৃতি সম্মান পেলেন বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়। এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তাকে ব্লেজার এবং উত্তোরিয় পরিয়ে, হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাঁকে মঞ্চে বরণ করে নেন ।
সংবর্ধনার মঞ্চ থেকে পঙ্কজ রায়ের মত বাংলার প্রয়াত দিকপাল ক্রিকেটারদের যাতে মরণত্তোর এই সম্মান দেওয়া যেতে পারে তার জন্য স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে অনুরোধ জানালেন রাজু মুখার্জি। তাঁর কথায়, “স্নেহাশিসের অধীনে দুর্দান্ত কাজ করছে সিএবি। আমি কৃতজ্ঞ এই সম্মান পেয়ে। তবে, আমি অনুরোধ করব যাতে মরণত্তোর এই সম্মান চালু করা যায়। বাংলা ক্রিকেটের কিংবদন্তি পঙ্কজ রায় যে সম্মান পাননি সেই সম্মান আমি পাওয়ার যোগ্য নই।”
যদিও রাজু মুখার্জী নিজের আর্থিক ২ লাখ টাকার সম্মানের অর্থ তিনি ফিরিয়ে দিয়ে স্নেহাশিসকে অনুরোধ জানিয়েছেন ইডেনের মালিদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন, “ইডেন গার্ডেন্স বিখ্যাত তার মাঠের জন্য। আর এই মাঠের প্রধান রূপকার মালিরা। আমি স্নেহাশিসকে অনুরোধ করব আমায় যে দুই লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে তা যাতে বিলিয়ে দেওয়া হয় মালিদের মধ্যে। এটা হলে আমি বেশি খুশি হব।”
রাজু মুখার্জির পাশাপাশি এ দিনের অনুষ্ঠানে জীবনকৃতি সম্মানে ভূষিত হন প্রাক্তন মহিলা ক্রিকেটার শর্মিলা চক্রবর্তীকে । অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে বাংলা থেকে প্রতিনিধিত্ব করা রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসুকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।
২০২২-২৩ মরসুমে সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার সম্মান পেলেন সুদীপ ঘরামি। জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরষ্কার পান অনুষ্টুপ মজুমদার। গত মরসুমের সেরা বোলারের সম্মান পান বাংলার রঞ্জি দলের অন্যতম স্তম্ভ আকাশ দীপ। এছাড়া এদিনের অন্যতম আকর্ষণ ছিল নচিকেতার গান।