
স্পোর্টস ডেস্ক :আসন্ন সেপ্টেম্বর মাসে ভোট নিয়ে সরগরম সিএবি। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় আর একদিকে অভিষেক ডালমিয়া। দুই পক্ষই নিজেদের মত করে ভোট প্রচারে ব্যস্ত। তার আগে দুই পক্ষ মিলে গেলো।মানব কল্যাণে এক অবিস্মরণীয় অবদান রেখে ১২৫ বছরে পদার্পণ করল ‘ দি রেফিউজ’। সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ দের উদ্যোগে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে চলেছে ‘ দি রেফিউজ’। তাই রবিবার তাদের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কিংবদন্তি প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী, সিএবির জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস, জাস্টিস অসীম কুমার রায়,এছাড়াও উপস্থিত ছিলেন সিএবির বিভিন্ন সদস্যরা। অর্থাৎ দুই পক্ষই মিলে গেলো। যদিও কিছুদিন আগে জোড়াবাগান ক্লাবের অনুষ্ঠানেও সৌরভ আর অভিষেককেও একে অপরের সঙ্গে করমন্দন করতে দেখা যায়।