
স্পোর্টস ডেস্ক :সিএবির প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হল ভবানীপুর। ইডেনে গোলাপি বলের ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৪৭৯ রান করে ভবানীপুর। জবাবে ২০৯ রানে শেষ হয় মহামেডান ইনিংস। যদিও এই ম্যাচের প্রায় বেশির ভাগ সময় বৃষ্টিতে পন্ড হয়। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান ৫ উইকেট হারিয়ে তোলে। তবে শেষদিনে বিশাল রান লিড নেয় ভবানীপুর। এরপর ম্যাচ ড্র ঘোষণা করা হয় দুই দলের অনুমতি নিয়েই। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন ভবানীপুর। ম্যাচের সেরা শতরান করা অরিন্দম ঘোষ। তিনি জানালেন, বেশ ভালো লাগছে। আগামী টুর্নামেন্টেও ভালো করা আমার টার্গেট।’ গরমের মধ্যে সফলভাবে প্রথম ডিভিশন করতে পেরে উচ্ছসিত সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।