
স্পোর্টস ডেস্ক : মে দিবসে উত্তর কলকাতার বেচু চ্যাটার্জী স্ট্রীটে অগ্নিবীণা ক্লাবে এক রক্তদান শিবিরে গিয়ে বিজেপি নেতা তথা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এবং আগামী লোকসভা ভোটে উত্তরকলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশে বসে তার প্রশংসা করে তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ খোয়ান কুণাল ঘোষ । এরপরেই শিরোনামে সেই রক্তদান শিবির তথা সেখানকার প্রধান সংগঠক প্রদীপ কুমার দে (বাপি )। এদিন কুণাল বলেন’বারবার সিএবির মেডিক্যাল কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দে তাকে আসতে বলায় তিনি এসেছেন আর সেখানে তাপস রায়েরও আমন্ত্রণ ছিল। এবারে ব্যাপার হচ্ছে প্রদীপ কুমার দে কে! বাংলা ক্রিকেটের সঙ্গে যাদের যাতায়াত তারা জানেন বছর ৩ হল সিএবিতে উল্কা গতিতে তার উঠে আসা। মূলত বিভিন্ন অনুষ্ঠানে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে আসা দর্শনার্থীদের লাইনের দায়িত্বতে ছিলেন তিনি। ঢাক বাজাতে ভালোবাসেন সবার কাছেই তিনি বাপি বলে পরিচিত। কলকাতা ময়দানের বলরাম চৌধুরীর ঘনিষ্ট তিনি। সিএবিতে স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের তরফ থেকে প্রতিনিধি তিনি। সিএবির প্রাক্তন দুই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আর অভিষেক ডালমিয়ার ঘনিষ্ট বলে পরিচিত। আর রাজনীতিতে তৃণমূল আর বিজেপি সবার সঙ্গেই বেশ সুসম্পর্ক। ফলে সিএবির অলিন্দতে প্রভাবশালী তিনি।