
স্পোর্টস ডেস্ক :—— তামিলনাড়ু প্রিমিয়ার লিগের আদলে প্রতিভা তুলে আনতে বাংলায় বেঙ্গল প্রো টি২০ লিগ শুরু করছে সিএবি। খেলা শুরু জুন মাসে তারিখ খুব তাড়াতাড়ি জানানো হবে।এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাকি কর্তাদের নিয়ে ঘোষণা করলেন। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন,আমরা বেশ কিছুদিন ধরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজনের পরিকল্পনা করছি। ভারতে এবং বিদেশের অনুরূপ লিগগুলি নিয়ে খুব সাবধানে অধ্যয়ন করার পরে, আমরা এখন এই বছর বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ আয়োজনের জন্য প্রস্তুত। আমাদের কাছে সমস্ত প্রয়োজনীয় অনুমতি রয়েছে। বিসিসিআই এবং লিগের ব্লুপ্রিন্টও রয়েছে৷ আমরা নিশ্চিত করব যে এই লীগটি ব্যবসায় সেরা হয়ে উঠবে এবং সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্যের উদীয়মান প্রতিভারা অত্যন্ত প্রয়োজনীয় এক্সপোজার পেশাদার ক্রিকেট খেলার সুযোগ পাবে।
আশা করছি তামিলনাড়ু ক্রিকেট লিগের মত আমাদের এই লিগ সাফল্য পাবে। আর বাংলা থেকে বেশি ক্রিকেটার উঠে আসবে।’
মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সব ফ্র্যাঞ্চাইজির দুটো করে দল থাকবে। একটি ছেলেদের, একটি মেয়েদের। ছেলেদের সঙ্গে একই সময় চলবে মেয়েদের বেঙ্গল প্রো টি-২০ লিগ। পুরুষদের বিভাগে মোট ১৩৬ জন প্লেয়ার খেলবে। মেয়েদের বিভাগে ১২৮ জন অংশ নেবে। ছেলেরা খেলবে ইডেনে, মেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। দিনে দুটো করে ম্যাচ হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর বা জেলার নামে ফ্র্যাঞ্চাইজিগুলোর নামকরণ করা হবে। আইপিএলের নিয়ম মেনেই হবে এই টুর্নামেন্ট। লিগ এবং নক আউট ফরম্যাটে খেলা হবে। ছেলে এবং মেয়েদের বিভাগে মোট ৩১টি করে ম্যাচ খেলা হবে। লিগ চলবে ২১ দিন ধরে। উভয় দলেই কোনও বিদেশি খেলানো যাবে না। প্রথম একাদশে একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। বাংলার ক্রিকেটার এবং কোচ অগ্রাধিকার পাবে। কোনও বিদেশি কোচ নেওয়া যাবে না। কোনও দল চাইলে বিদেশ মেন্টর নিতে পারে। প্রত্যেক দল লটারির মাধ্যমে নির্বাচিত হবে। দল বাছবে নির্বাচকরা। ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার বাছা হবে।১০ বছরের জন্য এক একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করবে সিএবি। ৩ বছর অন্তর চুক্তির মূল্যায়ন করা হবে। অর্থাৎ এক্সিট ক্লজ থাকছে তিন বছরের। সিএবির নির্বাচকরাই মার্কি ক্রিকেটারদের বেছে নেবেন।