
অঞ্জন চট্টোপাধ্যায় ::আর কিছুদিন পরেই বিশ্বকাপ জ্বরে মাতবে গোটা দেশ। ভারতের মাটিতে বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্স এক বড় ভূমিকা নেবে। কারণ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আর সেমিফাইনাল সহ মোট ৫ টি ম্যাচ হবে ইডেনে। ঢেলে সাজছে ক্রিকেটের নন্দনকানন। কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে ইডেনেও ছিল কয়েকমাস আগেও। কিন্তু onkar bangla সহ হাতে গোনা ২-৩ টি সংবাদমাধ্যমের খবরে নড়েচড়ে বসে সিএবি কর্তারা।
যাদের জন্য ক্রিকেট ২২ গজে খেলা হয়।
রোদে পুড়ে, জলে ভিজে যে মাঠকর্মীরা জীবন বিপন্ন করে ভালো মাঠ, ভালো পিচ তৈরি করেন। তাঁদের খাবারের গুণমান নিয়ে সমস্যার কথা তুলে ধরা হয়। সেই সমস্যা মিটেছে। এখন ভালো মানের খাবার পাচ্ছেন মাঠকর্মীরা। সিএবি পর্যাপ্ত পরিমাণ অর্থ ব্যয় করলেও রাজ্য ক্রিকেট সংস্থার অণু-পরমাণুদের স্বার্থসিদ্ধির জন্য চোনা পড়েছিল। কিন্তু এখন সবকিছু স্বাভাবিক।
সিএবির চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানালেন,আমি নিশ্চিতভাবেই বলতে পারি এখন ভালো মানের খাবার আসছে। সবাই খুশি।’ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বললেন , এত বড় ক্রিকেট প্রশাসন চালাতে গেলে কিছু ত্রুটি বা সমস্যা থাকতেই পারে। বড় কথা হলো, সেটা আমরা শুধরেছি কিনা। খাবার নিয়ে যে সমস্যার কথা সামনে এসেছিল সেই সমস্যা দূর করা হয়েছে। আমরা খুশি।’