
স্পোর্টস ডেস্ক :ইডেনে ইলিশ উৎসবে চাঁদের হাট, হাজির সৌরভ স্বস্ত্রীক অরুণ লাল ———–বিশ্বকাপের আগে পিকনিকের মেজাজে সিএবি। রবিবার জাঁকজমকভাবে হলো ইলিশ উৎসব। ইলিশ ভাপা, থেকে ভাঁজা ছিল নানা আইটেম। আর সেটা পরখ করলেন সবাই। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর স্ত্রী বুলবুলকে নিয়ে অরুণ লাল। গরম ভাতের সঙ্গে তেল দিয়ে ইলিশ ভাঁজা খেয়ে মুগ্ধ অরুণ দম্পতি। সৌরভও ইলিশ তৃপ্তি করেই। খেলেন। এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী। তিনিও ইলিশের স্বাদে ডুব দিলেন।শুধু তারকারা নন ইলিশ উৎসবে সামিল ইডেনের মালি থেকে ক্যান্টিন কর্মীরা। এই প্রথম সিএবিতে ইলিশ উৎসব হল তেমন নয় । অতীতেও এরকম ইলিশ উৎসব হতো । তবে সেই সময় আয়োজনের দায়িত্বে সিএবি থাকত না। বঙ্গ ক্রিকেটের সঙ্গে জড়িত কর্তারা নিজেরা চাঁদা তুলে ইলিশ কিনে আনতেন। তারপর একটি সংস্থাকে দিয়ে রান্না করিয়ে ইলিশ উৎসব আয়োজন হতো। মাঝে বেশ কিছু বছর এই উৎসব বন্ধ হয়ে গিয়েছিল সিএবিতে। তবে ফের এই ইলিশ উৎসব চালু করা হল।