
অমিত কুমার দাস, কলকাতা : রাজভবন চত্বরে বিজেপির অবস্থান নিয়ে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য. রাজভবনের ১৪৪ ধারার মধ্যে বিজেপি ধর্না করতে পারবে কি না বৃহস্পতিবার তার সিদ্ধান্ত নেবে কোর্ট।
এদিন বিজেপির আইনজীবী সওয়াল করেন, নবান্ন বা ভবানী ভবনের সামনে ধর্না করতে চায় বিজেপি। যদিও অনুমতি দিতে নারাজ রাজ্য। রাজ্যের বক্তব্য, ময়দানে, মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে, ওয়াই চ্যানেলের সামনে ধর্নায় বসতে পারে তৃনমূল। এই প্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘আপনারা নিজের লোককে সামলাতে না পারলে অন্যকে বাধা দেবেন কি করে? এই দ্বিচারিতা কেন?’ রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি আরও বলেন, ‘সমস্যা তৈরি করেছেন আপনারা। আপনারা একেক জনের জন্য একেক রকম নিয়ম তৈরি করেছেন। আবার কেউ আইন ভাঙলো তার ক্ষেত্রে কোনো পদক্ষেপ করলেন না। ফলে, বিভাজনের অভিযোগ অস্বীকার করবেন কী করে!’