
সঞ্জয় রায়চৌধুরী ও অমিত কুমার দাস : ডরিনা ক্রসিং এ বিজেপির ধরনায় বিরোধিতা করে রাজ্যের আবেদন আমল দিল না কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।সকালে সিঙ্গল বেঞ্চের কাছে আবেদন করেছিল রাজ্য তাতেও হস্তক্ষেপ করেনি সিঙ্গল বেঞ্চ।ধর্মতলায় বিজেপি ধর্না মঞ্চ সরানো নিয়ে রাজ্যের আবেদনে প্রধান বিচারপতির খোঁচার মুখে রাজ্য।
সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জের মামলা দায়ের করার অনুমতিবদিল না ডিভিশন বেঞ্চ ।উল্টে প্রধান বিচারপতি অর্থবহক মন্তব্য: “যে ক্ষত হয়েছে তাতে একটু মলম লাগাতে দিন। আমাদের মুখ খোলাবেন না মানুষের ভিতরে যে যন্ত্রনা তার থেকেই মানুষ পথে নামছে। আমাদের কিছু বলতে বাধ্য করবেন না আপনাদের বিড়ম্বনা বাড়বে।এদিকে আদালতের আপত্তির শর্তেও আইনজীবী অমল সেন বারংবার আবেদন করেন। এদিকে রাজ্য সরকারের এই আদালতে দ্বারস্থ হওয়াকে কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।