
নিজেস্ব প্রতিনিধিঃ কখনও চুরি, কখনও ডাকাতি থেকে খুনের মতন ঘটনা চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মেদিনীপুরের জেলের মধ্যে থেকেই উদ্ধার হয় গলায় ফাঁস লাগানো এক যুবকের দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য। মৃতের পরিবার দেহ নিতে অস্বিকার করে। মৃত মায়ের আশঙ্কা খুন করা হয়েছে তার ছেলেকে। যদিও পুলিশের দাবি, আত্মহত্যা করেছে ওই যুবক। এই গোটা ঘটনায় মামলা দায়ের করা অনুমতি আদালতের। সোমবার বেলা ১ টা ১৫ নাগাদ শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।