
অমিত দাস, কলকাতাঃ পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবারই মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়। যদিও দ্রুত শুনানির আর্জি খারিজ করে সোমবার ফের আবেদন করার কথা জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
গত ৮ অগাস্ট মধ্যরাতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, ঘটনার পর হাসপাতালের তরফে চিকিৎসকের পরিবারকে আত্মহত্যার ঘটনা বলে জানানো হয়েছিল। ঘটনায় প্রশ্নের মুখে পড়েন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । তাঁর পদত্যাগ চেয়ে আন্দোলনে নামেন ডাক্তারি পড়ুয়ারা। ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালতও। হাইকোর্টের নির্দেশে এরপরই সন্দীপকে দীর্ঘ দিনের ছুটিতে পাঠিয়েছে রাজ্য। এবার নিরাপত্তা চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হলেন। সূত্রে খবর, নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আবেদন জানিয়েছেন সন্দীপ।
উল্লেখ্য, বৃহস্পতিবার আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ কলেজের তিন আধিকারিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপরই প্রাক্তন অধ্যক্ষ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন।