
স্পোর্টস ডেস্ক :ইস্টবেঙ্গল এফসি-র কোচের পদ থেকে পদত্যাগ করার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক আবেগঘন বার্তা দিয়েছেন কার্লস কুয়াদ্রাত। ক্লাব কর্তৃপক্ষ, সমর্থক ও তাঁর সহকারী ও খেলোয়াড়দের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে লাল-হলুদ বাহিনীর সাফল্যও কামনা করেছেন তিনি।
প্রায় দু’মাস আগে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করা সত্ত্বেও আইএসএলের প্রথম তিনটি ম্যাচে ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচে হার মানে ইস্টবেঙ্গল এফসি। এর আগে ডুরান্ড কাপেও ফাইনালে উঠতে পারেনি তারা। যার ফলে ক্লাবের সমর্থকেরাও তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর পরেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন কুয়াদ্রাত। গত সোমবার দুপুরে এই ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। জানানো হয়, আপাতত কুয়াদ্রাতের জায়গায় দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বিনো জর্জ এবং কয়েক দিনের মধ্যেই দলের নতুন হেড কোচের নাম ঘোষণা করা হবে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় কুয়াদ্রাত লিখেছেন, “যে বিশেষ মুহূর্তগুলি আমরা ক্লাবে একসঙ্গে কাটিয়েছি, সে জন্য ইস্টবেঙ্গল এফসি-কে ধন্যবাদ। এমন এক ঐতিহ্যবাহী ও মহান ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারাটা সন্মান ও গর্বের। প্রথম দিন থেকেই আমি বুঝেছিলাম যে, যে ক্লাবের এত ইতিহাস, এত সমর্থক, সেই ক্লাবের প্রতিনিধিত্ব করার মানে কী”।