
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর প্রত্যাঘাত করেছে ভারত। কিন্তু প্রতিশোধের আগুনে ফুঁসছে পাকিস্তান। এই আবহে সেদেশের সেনাকে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ছাড় দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে ‘সময়, স্থান এবং পছন্দ অনুযায়ী’ ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। সেই বৈঠকে ছিলেন পাকিস্তানের ক্যাবিনেট মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী এবং সকল বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে পাক সেনা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তরফে এক বিবৃতিতে রাষ্ট্রসঙ্ঘের সনদের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, ভারতীয় অভিযানে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানির প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের অধিকার রয়েছে নিজেদের পছন্দমতো সময়ে, জায়গায় এবং পছন্দ অনুযায়ী পদ্ধতিতে আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া জানানোর।
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। পাকিস্তানের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। সূত্রের খবর মৃত্যু হয়েছে ৮০ জনেরও বেশি। জইশ ই মহম্মদ নামের জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য এই আঘাতে নিহত হয়েছে বলে খবর। যদিও পাকিস্তান দাবি করছে সাধারণ মানুষ ভারতের অভিযানে নিহত হয়েছে।