
সুমন গঙ্গোপাধ্যায়ঃ তবে কি লোকসভা নির্বাচনে র আগে ফের তেড়েফুরে নামছে সিবিআই? তবে এবার আর মন্ত্রী বা বিধায়ক নন, সরাসরি কাউন্সিলর স্তরে নেমে চাকরী দুর্নীতির অতলে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?
সেই রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে । তবে এই তদন্ত যে থেমে নে ই তাও স্পষ্ট। এতদিন বেআইনি চাকরী কেলেঙ্কারিতে মন্ত্রী, বিধায়ক , বা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ korm
কর্তাদের মধ্যে আটকে ছিল। মাঝে আবশ্য বিধান নগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী র বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে কি এবার আরো জাল গুটিয়ে আনছে তারা? সূত্রের, সম্প্রতি একটি তালিকা তৈরি করেছে সিবিআই। এই চাকরী কেলেঙ্কারিতে কোন রথি মহারথী জড়িত তার একটা তালিকা তৈরি করা হয়েছে।
এমনকী ‘অভিযুক্ত’ দের তালিকা কে ভাগ করা হয়েছে A,B,C,D,E ক্যাটাগরিতে l এই তালিকায় A ক্যাটাগরি অর্থাৎ প্রচন্ড প্রভাবশালী তালিকাতে আছেন ৩ জন। B ক্যাটাগরি অর্থাৎ অতি প্রভাব শালী তালিকায় আছে ১৩ জন। C ক্যাটাগরি অর্থাৎ প্রভাবশালীর তালিকায় ২৬ জন। D অর্থাৎ তাপস মণ্ডলে র মতো সরাসরি এজেন্টদের এই তালিকায় ৩৭ জন এবং এজেন্টদের সাথে যোগাযোগকারিদের মোট ১২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। B ক্যাটাগরিতে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য, তাপস সাহা, প্রবীর কয়াল, জীবন কৃষ্ণ সাহা, জাফিকুল ইসলাম দের পাশাপাশি নতুন বেশ কয়েকজন বিধায়ক, মন্ত্রী, কাউন্সিলর এর নাম উঠে এসেছে। সূত্রের খবর, বীরভূম এর এক অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী র নাম আছে।
নাম আছে একদা সিপিএম বিধায়ক পরবর্তীতে তৃণমূলে যোগ দেওয়া মুর্শিদাবাদ জেলার এক বিধায়ক এর নাম।
আছে উত্তর দিনাজপুর এর এক প্রান্তন তৃণমূল বিধায়ক যিনি মাঝে কিছু সময়ের জন্যে পদ্ম শিবিরে নাম লেখালেও পরে দূরত্ব বৃদ্ধি করেন। সব মিলিয়ে লোক সভা নির্বাচনে র আগে আরো জোরদার হচ্ছে এই তদন্ত ইঙ্গিত তেমনই ।