
ওঙ্কার ডেস্ক : প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফলাফল। অন্যান্য বছরের তুলনায় এবছর পাশের হার সর্বাধিক । সিবিএসই রেজাল্টে ১০০ শতাংশ নম্বরে উত্তীর্ণ হয়েছে রূপান্তরকামীরা। ২০২৫-এ পাশের হার ৮৮.৩৯ শতাংশ। ২০২৪-এ ছিল ৮৭.৯৮ শতাংশ। অর্থাৎ এ বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে ০.৪১ শতাংশ । মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। মোট ১৬,৯২,৭৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয়ওয়াড়া। পাশের হার ৯৯.৬০ শতাংশ।
সিবিএসই পরিখ্যার রেজাল্ট কিভাবে দেখবেন ? আসুন জানা যাক পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন।
পরীক্ষার্থীদের প্রথমে সিবিএসই-র ওয়েবসাইট cbseresults.nic.in বা results.cbse.nic.in-এ যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে রেজাল্ট লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে নিজেদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি লিখে ক্লিক করলে রেজ়াল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে তাঁদের।
চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড। কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হাইইয়ার সেকেন্ডারি উচ্চমাধ্যমিকের ফলাফল । তার কিছুদিন পরই পরীক্ষার ফল ঘোষণা করল সিবিএসই।