
নিজস্ব প্রতিনিধিঃ কোচিং সেন্টার চালানোর জন্য নয়া গাইডলাইন বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই মর্মে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ education.gov.in-এ এই সংক্রান্ত যাবতীয় নিয়ম তুলে ধরা হয়েছে। এবার থেকে কেন্দ্রের জারি করা নির্ধারিত নিয়ম না মেনে কোচিং সেন্টার চালালে বড় শাস্তির মুখে পড়তে হবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় মূলত পাঁচটি গাইডলাইন দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন । রেজিস্ট্রেশনের ফি ও প্রয়োজনীয় নথি। যদি কোনও কোচিং সেন্টারের একাধিক শাখা থেকে থাকে, তবে প্রতিটির রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা করে আবেদন করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, ১৬ বছরের নীচের কোনও পড়ুয়াকে ভর্তি নিতে পারবে না কোচিং সেন্টারগুলি।