
ওঙ্কার ডেস্ক: চাকরির আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বিভিন্ন পোর্টালে গিয়ে আবেদন করার দিন শেষ হতে চলেছে। এবার সমস্ত চাকরির জন্য একটি ‘জব অ্যাপ্লিকেশন পোর্টাল’ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই ‘জব অ্যাপ্লিকেশন পোর্টাল’ তৈরির নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরির জন্য আবেদনের সময় চাকরিপ্রার্থীদের চেষ্টা এবং শক্তি সাশ্রয় করতে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার একটি একক ‘জব অ্যাপ্লিকেশন পোর্টাল’ তৈরির এই পরিকল্পনা নিয়েছে। একটি পর্যালোচনা বৈঠকে ডক্টর সিং ১৩টি আঞ্চলিক ভাষায় নিয়োগ পরীক্ষা পরিচালনার প্রক্রিয়ার প্রশংসা করেন। যা ২০১৪ সালের আগে কেবল হিন্দি এবং ইংরেজি ভাষাতেই নেওয়া হত। তিনি বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ার গড় সময়সীমা প্রায় ১৫ মাস থেকে অর্ধেক ৮ মাসে নামিয়ে আনা হয়েছে এবং আরও কমিয়ে আনা হবে।’
২২ মার্চ নর্থ ব্লকে কর্মী ও প্রশিক্ষণ বিভাগের এক উচ্চ-স্তরের বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। প্রযুক্তি নির্ভর সংস্কারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ এবং প্রশাসনিক ব্যবস্থা উন্নত করার উপর জোর দেন তিনি। ‘একক চাকরির আবেদন পোর্টাল’ তৈরি হলে যে সুবিধা হবে মন্ত্রী তা তুলে ধরেন। তিনি জানান এটি চাকরিপ্রার্থীদের উপর বোঝা কমিয়ে আনবে।