
স্পোর্টস ডেস্ক : কলকাতা লিগের ডার্বি আর বুধবার বিকেল থেকেই অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম পেটিএম-ইনসাইডারে পাওয়া গেলো ডার্বির টিকিট টিকিট। দুই দলের সমর্থকরাই অনলাইনে টিকিট বুক করতে পারবেন।
প্রসঙ্গত, গত ২৫ জুন থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবলের এই মেগা প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল । এবার লিগে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে।আইএফএ জানিয়েছে, ডার্বির সব টিকিট অনলাইনেই ছাড়া হবে। সাধারণ সমর্থকদের কথা ভেবে টিকিটের দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা এবং ১৫০ টাকা। সেইসঙ্গে, ভিআইপি এবং ভিভিআইপি টিকিটের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৫০০ টাকা এবং ১২০০ টাকা। খেলা দুপুর ৩ টেয় যুবভারতীতে। মোহনবাগান এখনও দুটো লিগে দুটো ম্যাচে খেললেও একটাতেও জিততে পারেনি অন্যদিকে ইস্টবেঙ্গল দুটো ম্যাচ খেলে দুটোতেই জিতেছে। দুটো দলই জুনিয়র দল খেলাচ্ছে।এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন,’বহুদিন পরে কলকাতা লিগে ডার্বি হচ্ছে। আশা করছি মাঠ ভরবে। সমর্থকরা ডার্বি উপভোগ করতে পারবে।এছাড়া এটা কলকাতা লিগের শততম ডার্বি। প্রথম ডার্বি জেতে ইস্টবেঙ্গল নেপাল চক্রবর্তীর গোলে নেপাল চক্রবর্তীর পরিবারের লোককে হাজির করার চেষ্টা করা হবে।’