
স্পোর্টস ডেস্ক : ২৫ জুন শুরু হবে কলকাতা লিগ। তার গ্রুপ পর্যায় হয়ে গেলো। এদিন দুটো দলে ১৩ টা করে ২৬ দলের গ্রুপ করা হল। গ্রুপ বি তে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। অর্থাৎ এবছর কলকাতা লিগের ডার্বি দেখা যাওয়ার সুযোগ থাকবে। গত ৩ বারের চ্যাম্পিয়ন মহামেডান রয়েছে গ্রুপ এ তে। সবথেকে বড়ো বিষয় গতবার গড়াপেটার কারণে পুলিশি তদন্ত হচ্ছে উয়াড়ি আর টালিগঞ্জ অগ্রগামির উপরে। যতদিন না তদন্ত হচ্ছে ততদিন তারা লিগে খেলবে। যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাঁদের ম্যাচগুলো ওয়াক ওভার দেওয়া হবে। খুব তাড়াতাড়ি সূচি ঘোষণা হবে। গতবার নৈহাটীতে ডার্বি হওয়া নিয়ে মোহনবাগানের সঙ্গে সমস্যা হয়। এবারে কি নৈহাটীতে ডার্বি না যুবভারতী! আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, গুরুত্ব অনুযায়ী ডার্বির জায়গা ঠিক করা হবে। ৩ প্রধানের ম্যাচ ছাড়া নৈহাটী আর জেলায় খেলা হবে। ৩ প্রধানের কিছু ম্যাচ ফ্লাডলাইটে খেলা হবে। এক নজরে লিগের গ্রুপ —- গ্রুপ এ —-মহামেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি, খিদিরপুর স্পোর্টিং, বিএসএস, কালীঘাট এমএস, এরিয়ান, আর্মি রেড, সুরুচি সংঘ, সাদান সমিতি, মেসারাস ক্লাব, ইউনাইটেড এসসি, উয়াড়ি, পাঠচক্র গ্রুপ বি –ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর স্পোর্টিং, ইস্টার্ন রেল, কালীঘাট স্পোর্টস লাভারর্স এসোসিয়েশন, জর্জ টেলিগ্রাফ, রেনবো এসি,ক্যালকাটা কাস্টমস,পিয়ারলেস, রেলওয়েএফসি, ক্যালকাটা পুলিশ, পুলিশ এসি, টালিগঞ্জ অগ্রগামী।