
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল ক্যািলকাটা কাস্টমস। সেই সঙ্গে লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান।কল্যা ণী স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্সকে ২-০ গোলে হারিয়ে ( ১২ ম্যা চে ২৪ পয়েন্ট নিয়ে) সুপার সিক্সে পৌঁছে গেল বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস। প্রথমার্ধে খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে কাস্টমস। ২-০ গোলে জেতে তারা।এই গ্রুপে ইস্টবেঙ্গল ও ভবানীপুর আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। মোহনবাগান ১০ ম্যা চ খেলে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে। এই দুটি ম্যাজচ জিতলে ২২ পয়েন্ট হবে।