
স্পোর্টস ডেস্ক :কলকাতা ফুটবল লিগের জন্য স্থায়ী ট্রফির ব্যবস্থা করল আইএফএ। অতীতে কলকাতা লিগের স্থায়ী ট্রফি ছিল না। ট্রফিটি সম্পূর্ণ রুপোর তৈরি। ওজন ৭ কেজি।,শনিবার আইএফএ সচিব অনির্বান দত্ত এই নতুন ট্রফির কথা ঘোষণা করেন। ট্রফিটি যথেষ্ট ঝা চকচকে দেখলে মনে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি।বছর দুয়েক আগে কলকাতা লিগে ট্রফি দেওয়ার রীতি চালু করেছিলেন তৎকালীন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় । তবে ট্রফিটি এতো ঝাঁ চকচকে বা খরচা সাপেক্ষ ছিল না।ইতিমধ্যেই জমে উঠেছে লিগ।এবারের প্রিমিয়ার ডিভিশনে মোট ১৯৯ টি ম্যাচ হবে। এই ১৯৯ ম্যাচ দেখার জন্য insports.tv সাবস্ক্রিপশনের ব্যবস্থা রাখছে। একজন দর্শক খেলা দেখতে চাইলে ১৯৯ টাকা দিয়ে প্যাকেজে সাবসক্রিপশন নিলে লিগের সব ম্যাচ তো দেখতে পাবেই,পাশাপাশি ম্যাচের হাইলাইটসও দেখার সুযোগ থাকছে।