
বিধাননগর,মানস চৌধরী : নাগরিক সমাজের আহ্বানে অবস্থন ও সিজিও কমপ্লেক্স অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে এগিয়ে এসেছে ১৩২ টি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় সিজিও কমপ্লেক্সের সামনে। বিক্ষোভকারিদের অভিযোগ, সি বি আই ধীর গতিতে এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। সি বি আই এই ভূমিকায় নাগরিক সমাজ খুশি নয়, কেনই বা কলকাতা পুলিশের তদন্তে সঞ্জয়ের নাম উঠে এসেছিল তার নামেই চার্জশিট জমা দিল সিবিআই। সঞ্জয় নয় আরো অনেক রাঘব বোয়াল জড়িত তাদের নাম প্রকাশ্যে আনুক সিবিআই অভিযোগ নাগরিক সমাজের।দ্রুত তদন্তের দাবিতে সিজিও কমপ্লেক্সের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। তাদের অভিযোগ, কলকাতা পুলিশের তদন্তেই সিলমোহর দিয়েছে CBI ।