
স্পোর্টস ডেস্ক :আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। কিন্তু ভারতীয় দল আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে কিনা জানা নেই। দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে অনুমতি নাও দিতে পারে ভারত সরকার। কিন্তু সেই অনুমতির অপেক্ষা না করেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস করে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একই গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তানকে। শুধু তাই নয়, ম্যাচের তারিখও ঠিক করে ফেলা হয়েছে। সম্ভাব্য সূচিতে ১ মার্চ লাহোরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টি-২০ বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি জমা দেন। মোট আটটি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। সূচি অনুযায়ী করাচিতে ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হবে। ৯ মার্চ লাহোরে ফাইনাল। দুটো সেমিফাইনাল করাচি এবং রাওয়ালপিন্ডিতে। ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। নিরাপত্তার জন্যই ভারতের ম্যাচগুলো একটি নির্দিষ্ট শহরে রাখা হয়েছে। যাতে ভারতীয় দলকে বেশি ট্রাভেল না করতে হয়। ভারত সেমিফাইনালে উঠলে করাচি বা রাওয়ালপিন্ডিতে যেতে হবে না। সেই সেমিফাইনাল সরিয়ে আনা হবে লাহোরে। প্রসঙ্গত, ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় দল।