
নিজস্ব প্রতিনিধি ঃ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নায়ডু। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিআইডি। ২০২১ সালে চন্দ্রবাবুর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল। প্রায় ৩,৩০০ কোটি টাকার দুর্নীতি বলে দাবি রাজ্য পুলিশ -প্রশাসনের। দলীয় কর্মসূচিতে শুক্রবার অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু। সেখানে যায় সিআইডি। সঙ্গে ছিলেন নান্দিয়ালের ডিআইজি রঘুরাম রেড্ডির নেতৃত্বে পুলিশ আধিকারিক ও কর্মীরা। সেখান থেকেই গ্রেফতার করা হয় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পূর্ব গোদাবরীতে টিডিপি প্রধানের ছেলে নারা লোকেশকেও পূর্ব গোদাবরীতে আটক করেছে অন্ধ্র পুলিশ। বছর খানেক ধরে জগন্মোহন রেড্ডির সরকারের অপশাসনের বিরুদ্ধে রাজ্য জুড়ে কর্মসূচিতে জনমত তৈরি করেছিলেন অন্ধ্রের অন্যতম সফল মুখ্যমন্ত্রী। তবে আশংকায় ছিলেন গ্রেফতারির। ২০২৪ সালে লোকসভার সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার মাস কয়েক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারে রাজনীতির উত্তাপে ছড়িয়েছে দক্ষিণের রাজ্যটিতে। বিক্ষোভে নেমেছে টিডিপি কর্মীরা। এযেন এক অদ্ভুত সমাপতন
তথ্য প্রযুক্তি বিকাশে তাঁর অবদান নিয়ে দীর্ঘ সময় চর্চা চলেছে আর দক্ষতা বিকাশে তিনিই কী না দুর্নীতির অভিযোগে গ্রেফতার।