
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ চাঁদের মাটি ছুয়েছে চন্দ্রযান ৩। আর চন্দ্রযান ৩ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন নেট নাগরিকরা। সেই নেট নাগরিকদের তালিকা থেকে বাদ যাননি তারকারাও। বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে যেমন ভরিয়েছেন, তেমনই ইসরোর ৫৪ জন মহিলা বিজ্ঞানীদের সাধারণ পোশাক নিয়েও বহু পোস্ট করা হয়েছে। এবার লিখলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
ইসরোর এই ৫৪ মহিলা বিজ্ঞানী চন্দ্রযানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তাঁরা পুরুষ বিজ্ঞানীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে সাফল্য এনে দিয়েছেন তাঁর। আর ইতিমধ্যেই সেই মহিলা বিজ্ঞানীদের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁদের পোশাককেও সম্মান জানিয়েছেন গোটা দেশ। সেই তালিকায় এবার নাম লেখালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
অভিনেত্রী কঙ্গনা রানাউত মহিলা বিজ্ঞানীদের ছবি পোস্ট করে লেখেছেন, “ওঁরা প্রত্যেকেই ভারতের প্রথম সারির বিজ্ঞানী। যাঁরা টিপ, সিঁদুর, মঙ্গলসূত্র পরে সহজসরল জীবনযাপনে বিশ্বাসী। প্রকৃত অর্থে ভারতীয়”। অনেকেই নেটমাধ্যমে বিজ্ঞানীদের নিয়ে লিখেছেন এটাই আধুনিকতা। শাড়ি, টিপ, সিঁদুর, মঙ্গল সূত্র পরাকেই আসল ভারতীয় হওয়ার সংজ্ঞা হিসেবে তুলে ধরেছেন কমবেশি সকলে মহিলা বিজ্ঞানীরা।