
ওঙ্কার বাংলা ডেস্ক: ভারতের অর্থনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত ‘চেন্নাই-ভ্লাদিভস্টক করিডর’। ভারত-রাশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক পথ খুলে যাওয়ায় অর্থনীতির ক্ষেত্রে নতুন দিশা দেখা যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এতদিন ইউরোপ ও রাশিয়ায় বাণিজ্যের জন্য সুয়েজ খাল ব্যবহার করছিল ভারত। এবার সেই রুটে বদল হল। সুয়েজ খালের উপর নির্ভরতা কমিয়ে জলপথে নতুন বাণিজ্যপথ চালু হল।
গত ১৮ নভেম্বর আয়োজিত হয় ‘সাগর মন্থন’ সম্মেলন। সেই সম্মেলনে ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ঘোষণা করেন, ‘চেন্নাই-ভ্লাদিভস্টক সামুদ্রিক করিডর’ পুরোপুরি চালু হওয়ার কথা।
বিশেষজ্ঞরা জানান, এতদিন সুয়েজ খাল দিয়ে রাশিয়া পৌঁছতে ভারতের জাহাজগুলির সময় লাগছিল ৪০ দিন। কিন্তু নতুন রুট চালু হওয়ার ফলে সময় ও খরচ দুটোই বাঁচবে। চেন্নাই থেকে পূর্ব রাশিয়ার শহর ভ্লাদিভস্টক এর দূরত্ব ৫ হাজার ৬৪৭ নটিক্যাল মাইল অর্থাৎ ১০ হাজার ৪৫৯ কিলোমিটার জলপথ। অন্যদিকে সুয়েজ খাল হয়ে ইউরোপ পৌঁছাতে ভারতীয় জাহাজগুলোকে পাড়ি দিতে হতো ৮ হাজার ৬৭৫ নটিক্যাল মাইল অর্থাৎ ১৬ হাজার ৬৬ কিলোমিটার সমুদ্রপথ। শুধু তাই নয়, সুয়েজ খাল দিয়ে যাতায়াতের জন্য প্রত্যেক ভারতীয় জাহাজপিছু মিশরকে প্রায় ৭০ হাজার ডলার ফি দিতে হয়। নতুন রুট চালু হওয়ার পরে ২০ দিনের মধ্যে ইউরোপে পৌঁছতে পারছে ভারতীয় জাহাজগুলি। নতুন এই রুটটি ফাঁকা থাকায় কম সময়ে জাহাজগুলি পৌঁছতে পারছে। বিশেষজ্ঞদের মতে এই রুট চালু হওয়ায় নতুন দিগন্ত খুলে গিয়েছে ভারতের অর্থনীতিতে।