
স্পোর্টস ডেস্ক :মঙ্গলবার দাবা বিশ্বকাপ ফাইনালে প্রথম গেম ড্র করেন আর প্রজ্ঞানানন্দ ও ম্যাগনাস কার্লসেন। এরপর বুধবার দ্বিতীয় গেমের দিকে নজর ছিল। এই গেমে কালো ঘুঁটি নিয়ে খেলতে নামেন প্রজ্ঞানানন্দ। ফলে কিছুটা এগিয়ে থেকেই খেলা শুরু করেন কার্লসেন। তবে তাঁকে সেই বাড়তি সুবিধা পেতে দেননি ভারতের তরুণ দাবাড়ু। শুরু থেকেই অসাধারণ লড়াই করতে থাকেন প্রজ্ঞানানন্দ। তিনি কোনও সময়েই লড়াই ছাড়েননি। ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে একের পর এক চাল দিতে থাকেন। আক্রমণাত্মক চাল দেওয়ার চেষ্টা করছিলেন কার্লসেন। কিন্তু তাঁর সেই কৌশল কাজে লাগেনি। শেষদিকে ২ দাবাড়ুরই রানি বা মন্ত্রী খোয়া যায়। ফলে কারও পক্ষেই জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি। ৩০ চালের পর ড্র হয়ে যায় দ্বিতীয় গেম। বৃহস্পতিবার টাইব্রেকারে দাবা বিশ্বকাপ ফাইনালের নিষ্পত্তি হবে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টেয় শুরু হবে দাবা বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকার।