
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ মাওবাদীদের ডেরায় সন্ধান মিলল জাল নোটের ছাপাখানার। উদ্ধার হয়েছে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত প্রায় সব ধরনের প্রচুর জাল নোট। পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক রাইফেল, গুলি, বিস্ফোরক ও ওয়ারলেস সেট উদ্ধার করেছে যৌথ বাহিনী।
ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের ডেরায় তল্লাশি চালিয়ে সন্ধান মিলল জাল নোটের ছাপাখানার। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত প্রায় সব ধরনের প্রচুর জাল নোট। এবার এমনটাই দাবি করল ছত্তিশগড় পুলিশ।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুকমার একাধিক জায়গায় মাও বিরোধী অভিযানে নেমেছিল সুকমা জেলা পুলিশ, ডিআরজি, বস্তার ফাইটার ও সিআরপিএফের ৫০ ব্যাটেলিয়ান। অভিযানের পর উদ্ধার হয় ৫০, ১০০, ২০০ এবং ৫০০-র বিপুল পরিমাণ জাল টাকা। পাশাপাশি উদ্ধার করা হয় একটি নকল টাকা ছাপানোর মেশিন সহ একাধিক সামগ্রী। একাধিক রাইফেল, গুলি, বিস্ফোরক ও ওয়ারলেস সেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। ছত্তিশগড় পুলিশ দাবি, ‘গত কয়েকদিন ধরেই সুকমা এলাকায় জাল নোটের সন্ধান মিলছিল। তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে, আর্থিক সংকটের মধ্যে রয়েছে মাও সংগঠন। আর আর্থিক সংকট মেটাতে জাল নোট ছাপানোর কারবার শুরু করেছে মাওবাদীরা। এর পর যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে সুকমার মৌলাসুর, কোরাজগুড়া, দন্তেশপুরম এবং আশেপাশের এলাকায় যৌথ বাহিনী তল্লাশি অভিযান চলায়। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও জাল নোট ছাপার মেশিন। তবে কনও মাওবাদী সদস্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সুকমা পুলিশের তরফে আরও দাবি করা হয়েছে, লাগাতার নিরাপত্তাবাহিনীর অভিযানের জেরে বর্তমানে কিছুটা হলেও কোনঠাসা মাওবাদীরা।