
সঞ্জয় রায়চৌধুরী,কলকাতা : আরজিকর কান্ডের আবহে এবার নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে অপরাজিতা ওমেন চাইল্ড নামে বিধানসভায় বিল আনতে চাইছে রাজ্য।পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বিলটি আনা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে “অপরাজিতা ওমেন চাইল্ড, (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল” অ্যামেনমেন্ট) বিল ২০২৪।” বিলটি বিধানসভায় পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। সোমবার বিধানসভায় অধ্যক্ষের ঘরে বৈঠকে বসেন রাজ্যের একাধিক মন্ত্রী। ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক বিমান বন্দ্যোপাধ্যায়রা। আইএস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও উপস্থিত ছিলেন বৈঠকে। সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার, যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে। বাংলার ক্ষেত্রে তার কিছু সংশোধন আনা হচ্ছে।
চটজলদি বিচারের জন্য শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কয়েকটি ধারা যোগ করা হচ্ছে। নারী ও শিশুদের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য। তাই বেশ কিছু বিধি যোগ হচ্ছে।
দ্রুত বিচারের বিধান।
ডেডিকেটেড বিশেষ আদালত।
ডেডিকেটেড তদন্তাকারী দল।সব মামলা হবে জামিন অযোগ্য ধারায়।