
বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনাঃ আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদন্ডের রায় নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়ই এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে। নাবালিকাটি অষ্টম শ্রেণীর ছাত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, গত ১২ ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিল এই নাবালিকা। বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। অভিযোগ দায়ের করার পরেও এই নাবালিকার কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ। আত্মীয় স্বজনদের বাড়ি সহ সব জায়গায় খোঁজ চালানো হয়। অবশেষে সোমবার বিকেলে উদ্ধার হয় নাবালিকার বিবস্ত্র দেহ।
নাবালিকার পরিবার জানিয়েছে, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাকে। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। স্থানীয় কয়েকজন যুবকই এই ঘটনায় যুক্ত। সোমবার নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার হওয়ার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্তলে এসে পোঁছয় বাসন্তী থানার পুলিশ। নাবালিকার দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, খুন করে দেহটি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল। অভিযুক্তদের এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।