
নিজেস্ব প্রতিনিধিঃ ফের কমল চিনের জনসংখ্যা বৃদ্ধির হার। এই নিয়ে পর পর দু’বছর। চিনের ‘ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স’-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চিনের জনসংখ্যা আগের বছরের থেকে ২০.৮ লক্ষ কমেছে। বর্তমানে চিনের জনসংখ্যা ১৪০.৯ কোটি।
জন্মের হারের এই নিম্নমুখী গতি স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়াচ্ছে চিন প্রশাসনের। কারণ, নতুন প্রজন্মের সংখ্যা কমে যাওয়া মানে কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়া, যার প্রভাব পড়ছে চিনের অর্থনীতিতে। আর্থিক বৃদ্ধির হার ৫.২ শতাংশের কাছাকাছি। কর্মক্ষম জনগোষ্ঠী বাড়াতে ২০১৫ সালেই ‘এক সন্তান’ নীতি বাতিল করে দিয়েছিল চিন। পরে তারা একাধিক সন্তানের জন্য বিশেষ সরকারি সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করে।
কিন্তু চিনে জীবনযাত্রার খরচ এতটাই বেশি, সেখানের দম্পতিরা একাধিক সন্তান তো দূরস্থান, অনেকে একটা সন্তানও নিতে চাইছেন না। কারণ, সন্তান প্রতিপালনের খরচ সেখানে আকাশছোঁয়া।