
অপরূপা কাঞ্জিলাল: চিকিৎসা বিজ্ঞানে এক অভিনব কান্ড ঘটিয়েছে চীন। একের পর এক রোবট তারা বানাচ্ছেন যা ক্লিনিকাল রোগ নির্ণয়ে সহায়তা করবে এবং হাসপাতালে রোগীদের দেখবে। এই জাতীয় রোবট ডাক্তারদের জন্য একটি জাতীয় পর্যায়ের যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণও হয়েছে যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছিলো দেশের প্রায় ৫লক্ষ ৩০হাজার মানুষও। আনহুই প্রদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন জানিয়েছে, শীর্ষস্থানীয় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান iFlytek এবং Tsinghua University দ্বারা সহ-বিকশিত রোবটটি ৪৫৬ স্কোর অর্জন করে, যা ৩৬০-এর জাতীয় পাস মার্কের চেয়ে বেশি। তবে শুধু এখানেই থেমে থাকেনি চীন। একের পর এক গবেষণা এবং পরীক্ষার পর এবার তারা সামনে এনেছে এক বিশাল চমক।এবার আপনার চিকিৎসা করবে রোবট ! শুরু হয়ে গেল বিশ্বের প্রথম রোবট হাসপাতাল! হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক পড়ছেন। এই চমকই দিয়েছে চীন। চীনা বিজ্ঞানীদের গবেষণার সাফল্যে এখন থেকে মানুষ নয় বরং মানুষের চিকিৎসা করবে রোবট! জানা যাচ্ছে এই রোবট চিকিৎসক একদিনে দেখতে পারবে প্রায় ৩০০০ এর বেশী রোগী! ব্যস্ততার যুগে স্বাভাবিকভাবেই স্বল্প সময় বেশি চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে সফলতা আসবে এমনটাই আশা করছেন বিজ্ঞানীরা। চীনের তরফে চালু করা বিশ্বের প্রথম AI হাসপাতালের নাম “Agent Hospital”। এখানে ১৪ জন AI ডাক্তার ও ৪ জন Ai নার্স রয়েছে । চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের প্রচেষ্টায় তৈরি এই হাসপাতাল! এই হাসপাতালের ডাক্তারদের বলা হয় “ROBO DOCS”। প্রসঙ্গত উল্লেখ্য এই ডাক্তাররা মার্কিন মেডিক্যাল লাইসেন্সিং পরীক্ষায় ৯৩.০৬ % প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ! তাই মানুষের থেকে রোবট ডাক্তারদের চিকিৎসা অনেক বেশি নির্ভুল হবে বলেই খবর। তাহলে কি ভাবছেন একবার ঘুরে আসবেন নাকি “ROBO DOCS” থেকে?