স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে দ্বিতীয় পদক পেল ভারত। Rowing এ পুরুষদের লাইটওয়েট মেনস ডাবলস স্কালস থেকে দেশকে রুপো এনে দিলেন অর্জুন জাট লাল এবং অরবিন্দ সিং। রেস শেষ করতে ৬:২৮:১৮ সেকেন্ড সময় নেয় ভারতীয় জুটি। ১৬ বছর পর এশিয়াডে রোয়িংয়ের এই ইভেন্ট থেকে পদক পেল ভারত। এর আগে ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে লাইটওয়েট মেনস ডাবলস স্কালসে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দর সিং এবং কিরণ ইয়ালামঞ্চি। তারপর থেকে চলছিল খরা। ১৯তম এশিয়ান গেমসে স্বপ্ন দেখাচ্ছে ভারতের বাইচ দল। এদিন ৬:২৩:১৬ সেকেন্ডে শেষ করে সোনা জেতে চীন। ৬:৩৩:৪২ সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ জেতে উজবেকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে রোয়িংয়ে সেরকম সাফল্য নেই ভারতের। এদিন একটুর জন্য সোনা হাতছাড়া হয় ভারতীয় জুটির। ফুয়াং ওয়াটার স্পোর্টস সেন্টারে দারুণ শুরু করেছিলেন অর্জুন-অরবিন্দ জুটি। পুরুষদের কক্সড ইভেন্টেও রুপো জিতল ভারত। ৫:৪৩:০১ সেকেন্ডে দ্বিতীয় স্থানে শেষ করে ভারতীয় দল। ২০১৪ সালের পর কক্সড ইভেন্টে ভারতের দ্বিতীয় পদক। রেসের মাঝপথ পর্যন্ত তৃতীয় স্থানে ছিল ভারতীয় দল। কিন্তু শেষদিকে বাজিমাত। সোনাজয়ী চীনের থেকে ২.৮৪ সেকেন্ড দেরীতে শেষ করে ভারতীয় দল। এদিন রোয়িং থেকে তিনটে পদক পায় ভারত। মেনস পেয়ার ফাইনালে ব্রোঞ্জ পান লেখ রাম-বাবু লাল যাদব জুটি। ৬:৫০:৪১ সেকেন্ডে শেষ করে তৃতীয় হয় ভারতীয় জুটি।