
উজ্জল হোড়, জলপাইগুড়িঃ সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় উত্তেজনা বাংলাদেশ সহ ভারত জুড়ে । গত ৩০ অক্টোবর চিন্ময় দাসের সঙ্গে আরও ১৯ জনের নামে দেশ দ্রোহীতার অভিযোগ করা হয়েছিল। চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরের বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কয়েকটি সমাবেশ করেন ওই সন্ন্যাসী। এবং তখনই চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা আবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হয়েছিল।
সোমবার চিন্ময় দাসকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। এরপর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশ সহ এপার বাংলাতেও। তার প্রভাব দেখা গেল জলপাইগুড়ি তে ও।মঙ্গল বার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান ইসকন সদস্যরা।। তাদের দাবী অবিলম্বে চিন্ময় দাসকে ছেড়ে দিতে হবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন ইস্কনের সনাতনী মহল।