
স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়াট ব্রড। টেস্ট ক্রিকেটে ৬০০ বেশি উইকেট নিয়ে ইতি টানছেন ক্রিকেট কেরিয়ার। কিন্তু ব্রড ক্রিকেট বিশ্বে দাগ কেটে আছেন এখনও ২০০৭ টি২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের এক ওভারে ছয় বলে ছয়টা ছয় খাওয়ার জন্য । তবে যুবরাজ কিন্তু শুভেচ্ছা জানাতে ভুললেন না ব্রডকে । এদিন যুবি টুইট করেন,’ব্রড, তোমাকে সেলাম। অসাধারণ একটা টেস্ট কেরিয়ার তোমার। লাল বলের ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর বোলার। এক জন কিংবদন্তি। তোমার ক্রিকেট কেরিয়ার এবং অধ্যাবসায় অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা।” ব্রড নিজেও সেই স্মৃতিতে ডুব দিলেন। তিনি এদিন জানান,সেই দিনটা খুবই কঠিন ছিল। কত আর বয়স তখন! ২১-২২ হবে হয়তো? তবে অনেক কিছু শিখেছিলাম। সেই মুহূর্তে মনে হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমাকে অনেক উন্নতি করতে হবে। সেই থেকে নিজেকে একজন যোদ্ধার মতো করে গড়ে তুলেছি।’ এদিন আসেজে মাঠে নামার আগে ব্রডকে গার্ড অব ওনার দেওয়া হয়।