
ওঙ্কার ডেস্কঃ টেন্ডার দুর্নীতি মামলায় সিআইডির তলব পেলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং। ২০২০ সালে কোম্পানির একটি প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না করতে পারায় ভাটপাড়া পুরসভার পক্ষ থকে মামলা দায়ের হয়। এই কোম্পানির পার্টনার ছিলেন পবন কুমার সিং। গত ৮ জানুয়ারি সিআইডির ততাঁকে হাজিরা দিতে বলে।
বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কারণে হাজিরা দিতে পারেননি পবন কুমার সিং। সময় চেয়ে চিঠি পাঠান বিধায়ক। এরপর বিজেপি বিধায়ক পবন কুমার সিংয়ের সরাসরি অভিযোগ, ‘তাঁকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে। জনপ্রতিনিধিদের অনেক দায়িত্ব থাকে। বারংবার ডেকে তলব করে সময় নষ্ট করা ঠিক নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এধরনের হয়রানি মেনে নেওয়া যায় না। আমি ফের সুপ্রিম কোর্টে যাব।’
সূত্রের খবর, ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতির তদন্ত করতে পবনকে আগামী ১৩ জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় সিআইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। সিআইডি-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পবন জানিয়েছেন, ১৩ জানুয়ারি সিআইডি দফতরে যাবেন তিনি।