
স্পোর্টস ডেস্ক :ময়দানে এই প্রাচীন ক্লাবে সরস্বতী পুজোর নজির —-পয়লা বৈশাখে গড়ের মাঠে বিভিন্ন ক্লাবে বার পুজো হয়ে থাকে। কিন্তু ময়দানের ক্লাবে সরস্বতী পুজো সেই ভাবে হয় না। তবে মেও রোডের মুখে শতাব্দী প্রাচীন সিটি অ্যাথলেটিক ক্লাবে প্রত্যেক বছর নিয়ম করে সরস্বতী পুজো হয়ে থাকে। তবে আজ,বুধবার বাটা স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠা দিবসে সরস্বতী পুজো হয়। জানা যায়, বাটা নাকি প্রতিবছরই সরস্বতী পুজো করে থাকে।প্রসঙ্গত এই ক্লাব থেকেই নির্বাচনে লড়ে সভাপতি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।