
প্রশান্ত কুমার দাস , হরিশ্চন্দ্রপুর : সিভিক পুলিসের দাদাগিরি। তাদের দাবিমতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে । হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত তিন সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ । বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টে। জখম হয়েছে গাড়ি চালক। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক। জখম গাড়ি চালকের নাম রোহণ আলম। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে।
আক্রান্ত রোহণ আলম বলেন পুলিসের অনুপস্থিতে এই ভাবে সিভিকরা গাড়ি আটকে জোরপূর্বক ভাবে টাকা আদায় করে।
এই ঘটনায় অভিযুক্ত তিন জন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোস করে দেওয়া হয়েছে ।
ভিডিও দেখুন-