
ওঙ্কার ডেস্ক: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে মৃত্যু হল ১৪ মাওবাদীর। সোমবার রাতে ওড়িশা-ছত্তীসগঢ় সীমানায় এই গুলির লড়াই চলে। নিহতদের মধ্যে একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জওয়ান ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চালাপাতির। মাওবাদী দমনে গত কয়েকমাস ধরে অভিযান চালাচ্ছে সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহিনী। সোমবার ওড়িশার নওপাড়া এবং ছত্তীসগঢ়ের গরিয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পায় পুলিশ। সেই খবর পেয়ে সোমবার রাতে অভিযানে যায় বাহিনী। সেই অভিযানের সময় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা। এরপর পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। সেই গুলির সংঘর্ষে মৃত্যু হয় ১৪ মাওবাদীর।
অন্যদিকে বিষয়টি নিয়ে সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযানকে বড় সাফল্য বলে দাবি করেছেন তিনি। এক্স পোস্টে শাহ লিখেছেন, ‘আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল। সিআরপিএফ, ওড়িশার এসওজি, ছত্তীসগঢ় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা-ছত্তীসগঢ় সীমানায় ১৪ মাওবাদী নিহত হয়েছেন।’