
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: পোর্ট ট্রাস্টের কো অপরেটিভ নির্বাচন ঘিরে আইনি লড়াইয়ে তৃণমূল বনাম তৃণমূল।কলকাতা পোর্ট ট্রাস্ট এমপ্লোইস কো অপারেটিভ ক্রেরিড সোসাইটি।ইউনিয়নের কার্যক্ষমতার ওপর স্থগিতাদেশ বহাল রাখল আদালত। আপাতত এডমিনিস্ট্রেটর চালাবে কো অপারেটিভ।তিন সপ্তাহ পর পরবর্তী শুনানি।পোর্ট ট্রাস্ট কোঅপারেটিভ নির্বাচনের অস্বচ্ছতার অভিযোগ ।অভিযোগের তীর প্রাক্তন সমবায় মন্ত্রী অরূপ রায় এর বিরুদ্ধে। নির্বাচনের আগে এবং পরে প্রভাবশালীত্ব খাটিয়ে কারচুপিক করার অভিযোগ। তৈরি তৈরি হওয়া নবনির্বাচিত ইউনিয়নের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ বহাল রাখলেন বিচারপতি কৌশিক চন্দ। ১২ স্প্টেম্বর ২৩ এর কোঅপারেটিভ এর নির্বাচন হয়। অভিযোগ মন্ত্রী অরূপ রায় প্রেসিডেন্ট ছিলেন। তিনি নির্বাচন আয়োজন ও পরিচালনা করেন। তিনি ওই সময় সমবায় মন্ত্রী ও ছিলেন নিজের প্রভাব খাটিয়ে তার মনোনীত লোক কে সিট পাইয়ে দেয়া।