
তামসী রায় প্রধান, কলকাতা: অধীররঞ্জন চৌধুরীকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য পর্যবেক্ষকের দায়িত্ব দিল কংগ্রেস হাইকমান্ড। মঙ্গলবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গে ৬টি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে স্থান পেয়েছেন অধীর।
ঝাড়খণ্ড মুক্তিমোর্চার সঙ্গে এবার জোট করে ভোটে লড়ছে কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অধীর চৌধুরীর ওপর ভরসা রাখা হল বলে মনে করছে কংগ্রেসের একাংশ। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে তাঁকে ভিনরাজ্যের দায়িত্ব দিয়ে আপাতত এরাজ্য থেকে সরিয়ে দেওয়া হল।