
তামসী রায়প্রধানঃ বাংলায় সবকটি আসনে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জানিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনে বাংলায় কোনও জোটে তিনি নেই। কিন্তু কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট নিয়ে এখনও আশাবাদী। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, মমতাকে ছাড়া জোট অসম্ভব। এবার মমতাকে ফোন করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তৃণমূল নেত্রীর সঙ্গে খাড়গের কথোপকথনের কথা সামনে এনেছেন জয়রাম রমেশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়রাম তিনি জানান, ‘আমাদের লক্ষ্য ‘ইন্ডিয়া’ জোট গঠন করে বিজেপিকে হারানো। মমতাকে ছাড়া আমরা বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়তে পারব না। ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অংশ মমতা।