
নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোটের জন্য প্রথম দফায় ৩৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। প্রার্থী তালিকায় রাহুল গান্ধী, শশী থারুর, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মতো প্রার্থীদের নামও আছে। কেরলের ওয়াইনাড থেকে লড়বেন রাহুল। তিরুবনন্তপুরম থেকে শশী থারুরকে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়নি। ত্রিপুরা পশ্চিম থেকে প্রার্থী করা হয়েছে আশিস কুমার সাহাকে।