
সুমন্ত দাশগুপ্ত, দিল্লিঃ দিল্লির নজর কড়া কেন্দ্র, উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র। এখানে মূল লড়াই দ্বিমুখী। বিদায়ী সাংসদ বিজেপির মনোজ তেওয়ারীকে এবার কড়া চ্যালেঞ্জ দিয়েছেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার।
নজরে উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে সমনা সামনি লড়াইয়ে বিদায়ী সাংসদ ভারতীয় জনতা পার্টির মনোজ তেওয়ারী এবং কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। আর জেতার ব্যপারে একশ ভাগ আশাবাদী কানহাইয়া। এই লোকসভা আসনের মধ্যে রয়েছে, বুরাড়ী, তিমারপু্র, সীমাপুর, রোহতাসনগর,সীলমপুর, ঘোণ্ডা, বাবরপুর, গোকলপুর, মুস্তাফাবাদ, করাউলনগর বিধানসভা কেন্দ্র। ১০টি বিধানসভা কেন্দ্রেই প্রচারে ঝড় তুলেছে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১০ বছরে করেননি। মোদি শুধু কথা বলেন কিন্তু তিনি দেশের জন্য কিছুই করেন না। উত্তর পূর্ব দিল্লির প্রতিনিধি মনোজ তেওয়ারীও কোন করেননি, তাই মানুষ এবার কংগ্রেস কে চাইছে। প্রসঙ্গত আগামী ২৫ মে ভোট গ্রহণ হবে দিল্লির সাতটি আসনে।