
সুমন্ত দাশগুপ্ত, ওঙ্কারঃ রাহুল গান্ধী শুধুই একজন কংগ্রেস সাংসদ। কেবলমাত্র জন্ম পরিচয়েই কেউ বড় নেতা হয়ে যায় না। সংবাদমাধ্যমের রাহুলকে নিয়ে এত মাতামাতি করা উচিত না। এমনই বিস্ফোরক মন্তব্য মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং’র ভাই তথা রাজ্য কংগ্রেসের মুখ লক্ষ্মণ সিংয়ের।
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে লক্ষ্মণ সিং বলেন, “রাহুল গান্ধী শুধু একজন সাংসদ। দলের সভাপতিও নন। একজন কর্মীমাত্র। তাছাড়া আর কিছুই নন।” সাংবাদিকদের উদ্দেশে লক্ষ্মণ আরও বলেন, আপনাদের কিংবা আমাদের, কারওরই ওঁকে এতটা গুরুত্ব দেওয়া উচিত হয়। কংগ্রেসের বাকি সাংসদদের মতোই তিনিও আরেকজন। একজন জন্ম পরিচয়েই বড় নেতা হয়ে যায় না। তার কাজের মধ্যে দিয়ে হয়। আর আমি রাহুল গান্ধীকে বড় নেতা বলে মানতে পারছি না। খুব সাধারণ একজন সাংসদ। আপনারা ওঁকে কতটা গুরুত্ব দেবেন, তাতে কিছু আসে যায় না। যার জেরে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। আর একেই হাতিয়ার করে কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি।