
ওঙ্কার অনলাইন ডেস্ক: মণিপুরের দুর্গতদের পাশে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মণিপুর পৌঁছে সোজা জিরিবামের ওই ত্রাণ শিবিরে উপস্থিত হন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে থাকা মেইতেই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন তিনি। তার পর সড়কপথে চূড়াচাঁদপুরের উদ্দ্যেশে রওনা দেন বিরোধী দলনেতা। চূড়াচাঁদপুরে জাতিগত হিংসায় ঘরছাড়াদের ত্রাণ শিবির গিয়ে কথা বলেন রাহুল। রাহুলের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কেইশাম মেঘচন্দ্র এবং সিএলপি নেতা ও ইবোবি সিং। মেঘচন্দ্র এদিন সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধীর এই সফরের লক্ষ্য গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।