
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ সামনেই লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল সম্ভাবনা প্রিয়াঙ্কা গান্ধীর। কংগ্রেস সূত্রের খবর, তেলঙ্গানার কোপ্পাল কেন্দ্র এবং কর্নাটকের চিকমাগালু কেন্দ্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সোনিয়া-কন্যা। জানা গিয়েছে, তেলঙ্গানার কোপ্পাল জেলা রাজ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি। বর্তমানে এই লোকসভা আসনটি বিজেপির দখলে।
গত বিধানসভা নির্বাচনে কোপ্পালের আটটি বিধানসভা আসনের মধ্যে ছয়টিতে জিতেছে কংগ্রেস। সেই কারণে, প্রিয়াঙ্কার জন্য কোপ্পালকে নিরাপদ আসন বলে মনে করছেন শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, কর্নাটকের চিকমাগালু থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবর। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে। প্রসঙ্গত, ১৯৭৮ সালের লোকসভা নির্বাচনে কর্নাটকের চিকমাগালু থেকে জিতে লোকসভায় প্রথমবার প্রবেশ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।